শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে উদ্‌যাপন করা হল বীর শহীদ মাস্টারদা সূর্য সেনের ১৩২ তম জন্ম দিবস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বীর শহীদ মাস্টারদা সূর্য সেনের ১৩২ তম জন্ম দিবস উদ্‌যাপন করা হল। এদিন শিলিগুড়ির হিলকার্ট রোডে মেয়র গৌতম দেব মাস্টারদা সূর্যসেনের মূর্তিকে মালা দিয়ে বিশেষ শ্রদ্ধা জানান। মেয়র গৌতম দেব এদিন জানান জানান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাস্টারদা সূর্যসেনের নাম সোনার অক্ষরে লেখা আছে। তিনি যে কতখানি ত্যাগ করেছিলেন , দেশকে স্বাধীন করার জন্য সেটা আমরা জানি না। এত সাহসী মানুষ খুব কম দেখতে পাওয়া যায় । কিন্তু শুধুমাত্র দেশকে স্বাধীন করে ক্ষান্ত হননি । দেশকে এক নতুন দিকে নিয়ে গিয়েছিলেন। মাস্টারদা সূর্য সেন ভারতের ইতিহাসে অসাধারণ এক চরিত্র। তার এত যোগ্যতা ছিল , তবুও তিনি একদিকে মন দিয়েছিলেন , তবুও তিনি দেশে স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছিলেন। এদিন মেয়র সাথে মাল্য দান করলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এলাকার কাউন্সিলারেরা। শিলিগুড়ির মতন জায়গায় মাস্টারদা সূর্য সেনের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পালন করা অসাধারণ ঘটনা। এদিন এমনটাও জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *