শিলিগুড়ি পুরনিগমের ২৪নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “ইচ্ছে”-র শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ২৪নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “ইচ্ছে”-র শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। কাউন্সিলর প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলরদের নিয়ে মেয়র গৌতম দেব এদিন এই ওয়ার্ড উৎসবের সূচনা করেন। মেয়র গৌতম দেব এদিন জানান শিলিগুড়িতে প্রতুল চক্রবর্তীর ওয়ার্ড এই ২৪ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ওয়ার্ড উৎসব যথেষ্ট জনপ্রিয়। এবারও তার ব্যতিক্রম হবেনা। আমি সমস্ত ওয়ার্ডের মানুষকে আহ্বান করছি তারা যেন এই ওয়ার্ড উৎসব কে সফ ল করে তোলেন। আমি নিজে সমস্ত রকমের সহায়তা করব। তিনি এদিন আরো জানান আমাদের কাছে শিলিগুড়ির মানুষের একটা আলাদা গুরুত্ব আছে। তাই আমরা এই ওয়ার্ড উৎসবকে সম্মান করি আলাদা ভাবে। এই সময় শিলিগুড়ির মানুষ একাত্ম হয়ে এই কাজ করেন। আমাদের আলাদা একটা গুরুত্ব আছে এই ওয়ার্ড উৎসব কে নিয়ে।


