শিলিগুড়ি শহরে ক্রমশ বাড়ছে ক্যারাম খেলার জনপ্রিয়তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : যে কোন জায়গায় ক্যারামের একটা আলাদা জনপ্রিয়তা আছে। এইবার শিলিগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ড উৎসবে ক্যারাম খেলতে দেখা গেছে বিভিন্ন প্রতিযোগী এবং প্রতিযোগীনিদের। এমনকি মহিলাদের মধ্যেও কেরামের জনপ্রিয়তা লক্ষ্য করার মতন। শিলিগুড়ি শহরের বুকে বিভিন্ন এলাকা জুড়ে চলছে ওয়ার্ড উৎসব। এবারে সেই ওয়ার্ড উৎসবে ক্যারাম কে অন্তর্ভুক্ত করেছেন ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলরেরা। এদিকে শিলিগুড়ির ১৩,১৪,১৫, ১৬-১৭ সব ওয়ার্ডেই ক্যারাম প্রতিযোগিতা চলতে দেখা গেছে। প্রতিযোগীরা জানান অনেক পুরনো হলেও যথেষ্ট আকর্ষণীয় ক্যারাম খেলা। এবারের ওয়ার্ড উৎসবে সেরা হল ক্যারাম প্রতিযোগিতা। যাকে ঘিরে প্রতিযোগীদের তো বটেই দর্শকদের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো। কাউন্সিলরেরা জানান আমাদেরও ভালো লাগে ক্যারাম খেলতে। তাই এত জনপ্রিয় ক্যারাম, এমনটাই জানালেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *