শিলিগুড়িতে এবার প্রতিবাদে নামলো নামল ক্রীড়া জগৎ , মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ ক্রীড়াবিদদের
শিলিগুড়ি : প্রতিবাদের নামলো শিলিগুড়িতে এবার শিলিগুড়ির প্রাক্তন খেলোয়াড়েরা, আর জি কর এর ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি বড় পোস্ট অফিসের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলেন শিলিগুড়ি প্রাক্তন ক্রীড়া বিদরা। এদের মধ্যে ছিলেন প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড়, এবং প্রাক্তন ক্রিকেটাররাও । সন্ধ্যায় পাঁচ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন প্রাক্তন খেলোয়াড়েরা জানান আর জী করের ঘটনা নিয়ে এর আগে দুদিন প্রতিবাদ করেছেন। আবার তারা নামলেন প্রতিবাদে , কারণ দোষী এখনো শাস্তি পায় নি। নির্যাতিতার হত্যাকারীদের অবিলম্বে সাজা দিতে হবে, এই প্রতিবাদে মুখর হন শিলিগুড়ি প্রাক্তন খেলোয়াড়রাও।
এদিকে শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের সভাপতি শ্রী মনোজ ভার্মা জানান এই ঘটনা আমাকে সবার কাছে লজ্জা, কিছুই ভাবতে পারছি না, এখন আমাদের একটাই বিচার যে প্রকৃত অপরাধী বা অপরাধীরা আছে তাদের কঠোর থেকে কঠোর সাজা হোক। এই দিন ক্রীড়াবিদদের সমর্থনে এগিয়ে আসেন শিলিগুড়ি প্রচুর স্থানীয় মানুষ। মিছিলও করেন তারা।