শিলিগুড়িতে চলছে এসআইআর এর হেয়ারিং,চরম আতঙ্কিত সাধারণ মানুষজন
শিলিগুড়ি : শিলিগুড়িতে চলছে এসআইআর এর হেয়ারিং। এই হেয়ারিংকে নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে আছেন। পর্যাপ্ত পরিমাণে কাগজপত্র অনেকের কাছেই নেই, হঠাৎ করে হেয়ারিংয়ের ডাক আশায় চিন্তায় পড়ে গেছেন তারা। এমনকি সারাদিন সময় লেগে যাচ্ছে, অনেক বি এল ও তাদের নিজের স্কুলে ডাকছেন, অনেকের কাছে দূর হয়ে যাচ্ছে। এদিকে অনেকেরই অভিযোগ সন্তানসম্ভবা এবং বয়স্কদের ডাকা হচ্ছে এমনকি অসুস্থদেরও ডাকা হচ্ছে। সমস্যা তো তৈরি হচ্ছেই। যদিও নির্বাচন কমিশন এবং বিএলও এও জানিয়েছেন অযথা আতঙ্কিত এবং চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু চিন্তা তো একটা থেকেই যাবে। এর তো আর কোনো উপায় নেই।


