শিলিগুড়িতে মাদক বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়লো এক যুবক
শিলিগুড়ি : পুলিশ তাকে খুঁজছিল বহুদিন ধরেই , অবশেষে সে ধরা পড়লো পুলিশের জালে, শিলিগুড়িতে মাদক পাচার করতে গিয়ে ঘনশ্যাম নামে এক ব্যক্তি আটক হল পুলিশের জালে। জেরায় সে জানায় প্রধান নগরে সে বাড়ি ভাড়া করে এই কাজ করে আসছিল,তার সাথে সেই কাজে সে যুক্ত রেখেছিল বেশ কয়েকজন স্থানীয় যুবককে। আরো জানা গেছে তার চেহারা ভালো থাকায়, বহু মানুষটাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল। অবশেষে তাদের সবার টাকাই সে ফেরত দিয়েছে। বেকার ছেলেরা যাদের একেবারেই টাকা পয়সা নেই, তাদের মোটা টাকা লোভ দেখিয়ে মাদকের কাজে নামিয়েছিল সে। এই ঘন শ্যামের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখে পুলিশ। পুলিশ আরো জানায় এই ঘনশ্যাম রাত্রিবেলায় থাকতো না বললেই চলে, দিনের বেলা বেরিয়ে যেত। তাকে ধরাই যাচ্ছিল না। অবশেষে তাকে পুলিশ আটক করে, এমনকি তাকে তোলা হয় আদালতেও।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)