শিলিগুড়িতে মিড ডে মিল নিয়ে খুশি স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সরকারি স্কুলগুলিতে, বলতে হয় প্রাথমিক স্কুলগুলিতে বাচ্চাদের কাছে মিড ডে মিল একটা আলাদা গুরুত্ব বহন করে। অনেক ছাত্র-ছাত্রী আছেন যাদের বাবা-মায়ের পক্ষে তাদের আলাদাভাবে খাওয়ানো সম্ভব হয় না, শিক্ষা দেওয়া তো দূর অস্ত, সে ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা হলো এই মিড ডে মিল। যেখানে খাওয়া এবং শিক্ষা, একবারে হয়ে যায়। শিলিগুড়িতে বহুদিন ধরে মিড ডে মিল নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, অভিভাবকদের মধ্যে । কিন্তু গত ২০২৪ থেকে যেটা অনেকটাই কমেছে বলে মনে করছে, অভিভাবকেরা নিজেরাই। কারণ পরিবর্তন এসেছে মিড ডে মিলের খাবারে, কিভাবে হলো এই পরিবর্তন? বরাদ্দ টাকা বাড়লে পরিবর্তন হয় না, সদিচ্ছা থাকা চাই।

এদিকে শিলিগুড়িতে মিড ডে মিল নিয়ে অসন্তোষকে একেবারে সন্তোষে পরিণত করার দায়িত্ব নিয়েছিলেন অনেকেই। তাদের মধ্যেও অনেকে প্রকাশ্যে নিজেদের নামকে আসতে দিতে চান না। তবে চান শিশুদের যাতে ঠিক সময় মত, খাবার দেওয়া যায়। গত এক বছরে যার পরিবর্তন হয়েছে অনেকটাই। এমনকি স্বাভাবিকভাবে খুশি অভিভাবকেরাও। তারাও চাইছিলেন, তাদের সন্তানেরা যেন স্কুলে এসে খুশি থাকে। আর সেটাই চলছে, এই ব্যাপারে শিলিগুড়ি যে অন্যান্য শহরের চাইতে অনেকটা এগিয়ে গেল, এই বিষয়ে কোন সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *