শিলিগুড়িতে শুরু হলো উন্নয়নের সংলাপ কর্মসূচি,উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে শুরু হয়ে গেল উন্নয়ন কর্মসূচি। এদিন মেয়র গৌতম দেব নিজেই উদ্বোধন করলেন এই কর্মসূচির । এদিন তিনি জানান বিজেপি অনেক ভাবে অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে আমাদের নানাভাবে বিব্রত করা, ব্যস্ত করার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন। যেটা মানুষ বুঝতে পেরে গেছে। তাই আমাদের কোনো রকম সমস্যা হবে না। মেয়র এও বলেন মুখ্যমন্ত্রী মানুষের কাছে পৌঁছানোর জন্য তার প্রকল্পগুলি আলাদা আলাদাভাবে মানুষের মধ্য দিয়ে ছড়িয়েছেন। বলতে পারা যায় ছড়িয়ে দিয়েছেন। এবং মানুষ তার সুফল বুঝতে পেরে গেছে। তাই এই কর্মসূচির প্রথম দিনেই আজকে বয়স্কদের কাছে তাদের আশীর্বাদ নিতে পৌঁছে গেলাম। বিজেপি এবং সিপিএম যতই চেষ্টা করুন না কেন, তারা মুখ্যমন্ত্রীর ধারে কাছে আসবেন না।


