শিলিগুড়িতে সিএবি সভাপতি জানালেন উত্তরবঙ্গে তার বিভিন্ন পরিকল্পনার কথা
শিলিগুড়ি : শিলিগুড়িতে আসলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী। তাকে অভিনন্দন জানাতে এবং অভ্যর্থনা দিতে এদিন উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব শহর শিলিগুড়ির মহকুমা ক্রীড়া পরিষদের অন্যান্য সদস্যরা। এদিন গোটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ঘুরে দেখেন সিএবি সভাপতি। মেয়রের সাথে অনেকক্ষণ কথা বলেন তিনি। এদিন মেয়র জানান অনেক আলোচনা হল উত্তরবঙ্গে ক্রিকেটের উন্নয়ন নিয়ে , উত্তরবঙ্গের প্রচুর পরিমান খেলোয়াড় আছে যারা একটু সুযোগ পেলে উপরে উঠতে পারবে। ঋদ্ধিমান সাহা, তার প্রমাণ। শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে এখন ক্রিকেটের প্রশিক্ষণ হয়। ভালো ভালো ক্রিকেট কোচ আসেন এখানে। একটু সময় সুযোগ পেলে যারা অনেক উপরের দিকে উঠে আসতে পারবে। এদিন সিএবি সভাপতি স্নেহাশীশ গাঙ্গুলী জানান আমি শুনেছি শিলিগুড়ির কথা, প্রচুর প্রতিভা আছে। দেখা যাক কতটা কি করতে পারি, চেষ্টা করব উত্তরবঙ্গের ক্রিকেটকে আরো উপরে তুলে ধরার।
