শিলিগুড়িতে হবে ” নেতাজি ফ্রিডম কাপ ” সাংবাদিক বৈঠক করলেন বাইচুং ভুটিয়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে হতে চলেছে ” নেতাজি ফ্রিডম কাপ ” শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানালেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। তিনি জানালেন সামনেই ২৩ শে জানুয়ারি আর এই উপলক্ষে নেতাজি কে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করব শিলিগুড়িতে “নেতাজি freedom cup “। বাইচুং ভুটিয়া সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়িতে পর্যটনের মহীরূহ শ্রী রাজ বাসু।

শ্রী রাজ বাসু জানান ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এক অমর অধ্যায়। আমরা যে তার নামে কিছু করতে পারছি এটাই আমাদের সৌভাগ্য। তার সাহস, এবং তার কাজ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে । তাই আমরা তার নামে” নেতাজি ফ্রিডম কাপের” সূচনা করছি। রাজ বসু আরো জানালেন এই প্রতিযোগিতায় নামকরা দলই অংশ নেবে। যাতে এই প্রতিযোগিতা যার নামে শুরু হচ্ছে তার মান এবং গৌরব যাতে অক্ষুণ্ণ থাকে। আর আমরা আশা করছি শিলিগুড়ির মানুষ বরাবরই খেলা ভালোবাসেন। তাই এখানে পূর্ণ সমর্থনের কোনদিন অভাব হবে না। সফল হবে আমাদের এই প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বেশ কয়েকজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *