শিলিগুড়ির এনটিএস মোড় ব্যবসায়ী সমিতির ডাকা বন্ধে থমথমে হল এলাকার পরিস্থিতি, সামাল দিতে ঘটনাস্থলে এলো বিরাট পুলিশ বাহিনী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির এনটিএস মোড় ব্যবসায়ী সমিতির ডাকা বন্ধে থমথমে পরিস্থিতি তৈরি হল সমগ্র এলাকায়, অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে এক বিরাট পুলিশ বাহিনী।জানা গেছে এদিন সকালে বেশ কয়েকজন বহিরাগত যুবক এসে ওই এলাকার ব্যাবসায়ী দের কাছে টাকা দাবি করে। ব্যাবসায়ীরা জানিয়েছেন, দিন নেই রাত নেই বহিরাগত যুবকরা এসে কোন কথা ছাড়াই অত্যাচার শুরু করে দেয়। তারা আরো জানান এইভাবে টাকা ধীরে ধীরে তাদের দিতে হচ্ছে। আর দিনের পর দিন এইভাবে টাকা দিতে দিতে তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। এর মত খারাপ সময় তাদের কাছে আসেনি। প্রশাসন কে বারবার বলা হয়েছে তবুও কোনো সমস্যা মেটেনি। তাই আজকে তারা তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন। অবিলম্বে যদি তাদের সমস্যার সমাধান করা না যায় তবে এর চাইতে বড় আন্দোলনে তারা নামবেন বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *