শিলিগুড়ির বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুষ্প প্রদর্শনী ঘুরে দেখে গেলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : প্রতিবছরই হয়ে থাকে , এইবারও তার কোনো ব্যতিক্রম হলো না । নানান সাজে সজ্জিত শিলিগুড়ির বিধান মার্কেটের পুষ্প প্রদর্শনী আলোকিত করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান , এটাও আমাদের কাজ দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে থাকে। আমি সব সময় চেষ্টা করি এর সাথে যুক্ত থাকার। এই অনুষ্ঠানে আমার আসা হয় প্রতিবারই, তাই আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি ।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
এদিন তিনি আরো জানান , আমার কাজ এবং কর্তব্য মানুষকে উৎসাহ দান করা, তার সাথে একসাথে এগিয়ে যাওয়া। আমি নিজেকে গর্বিত বলে মনে করি, আমি এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। এটা আমার কাছে একটা বড় দায়িত্ব, আমি এটা পালন করব প্রতিবছর। এই পুষ্প প্রদর্শনীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়। আমার কাজ ও আমার সম্মান এর মধ্যেই লুকিয়ে থাকে। এই অনুষ্ঠানে এবারে এসে দেখলাম, প্রচুর মানুষ এসেছেন । যারা ফুল ভালোবাসেন, এটা এক দিক দিয়ে ভালোই। নার্সারি খোলা প্রচন্ড প্রয়োজন। এবং আমি আবার নিজের বাড়িতেও ফুলের বাগান করেছি এদিন এমনটাই জানান মেয়র।