১০ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত হল এ রাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে প্রতিনিয়ত ড্রাগ সহ অন্যান্য কালোবাজারির খবর সামনে আসছে কড়া নিরাপত্তা থাকা সত্বেও । এবার রাজ্যের রাজধানীতে ১০ কোটি টাকার ড্রাগ ধরা পড়ল ভারত-বাংলাদেশ বর্ডারের পর।সূত্রের খবর, কলকাতার পুলিশের স্পেশাল টাস্কফোর্স দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার ড্রাগ হাতেনাতে ধরল দুজন অভিযুক্তের ওপর সন্দেহের জেরে। মূল অভিযুক্তদের থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজির এমফিটামাইন ও মেথাকোয়ালন।

অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনায় বনগাঁ অঞ্চলের পার্শ্ববর্তী ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে।অভিযুক্তদের ইতিমধ্যেই ট্যাংরা থানায় আটক করা হয়েছে। তাছাড়াও অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অন্য ধরনের বৈদেশিক মাদকও। মূল অভিযুক্তরা ইন্টারন্যাশনাল ড্রাগ রেকেট এর সঙ্গে যুক্ত বলে এদিকে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা জানান।অভিযুক্তদের আনা হয়েছে নারকটিক ড্রাগস এন্ড সাইকোটপিক সাবস্টেন্স অ্যাক্ট ১৯৮৫ এর মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *