শিলিগুড়ির হায়দার পাড়ার ৩৯নম্বর ওয়ার্ডের ছয়টি রাস্তার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের ৬টি রাস্তার উদ্বোধন করা হলো আজ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উজান গুহ এবং মেয়র গৌতম দেব ছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এমএমআইসি এবং কাউন্সিলর এরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় চিন্তা করেন কিভাবে মানুষের উন্নতি করা যায়। আজকে তার কারণে বলতে পারা যায় তার চেষ্টায় এবং তার চিন্তা ভাবনায় এই রাস্তাগুলির উদ্বোধন হচ্ছে। আমাদের কাজ মানুষের পাশে থাকা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে একের পর এক উপহার দিয়ে চলেছেন। তার মধ্যে এটা হচ্ছে অন্যতম সেরা উপহার। আজকে তার আশীর্বাদেই এই রাস্তাগুলোর উদ্বোধন হচ্ছে।

এদিন তিনি এও জানান মানুষের উন্নতির পথে সবচাইতে বেশি প্রয়োজন ভালো এবং আধুনিক রাস্তার। আর সেটা হলেই মানুষের উন্নয়ন একেবারেই অবধারিত। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একের পর এক রাস্তা তৈরি হচ্ছে। মানুষ সহজেই এক প্রান্ত থেকে এক প্রান্ত পৌঁছে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। আজকে যে ছয়টি রাস্তার উদ্বোধন হলো , তাতে মানুষের প্রচন্ডভাবে সুবিধা হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ক্ষেত্রে। এদিন প্রত্যেককে সম্বর্ধিত করেন হায়দার পাড়ার ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিংকি সাহা। উপস্থিত জনসাধারণ কে পিংকি সাহা জানান আমাদের দরকার মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে দরকারি কাজগুলো এগিয়ে নিয়ে চলা। সেটা করতেই আমাদের এই প্রচেষ্টা। আশা করি মানুষের কাজে এবং প্রয়োজনে লাগবে এইসব উন্নয়নের প্রচেষ্টা গুলি।