শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি টাউন ব্লক ৩ তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করলেন মেয়র গৌতম দেব। আজ সকালে তিনি নিজের হাতে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিলেন সোয়েটার এবং জ্যাকেট। মেয়র গৌতম দেব নিজে জানালেন শীত চলে এসেছে, আর আমরা অপেক্ষা করছি এই ছোট ছোট বাচ্চাদের হাতে কবে শীতের পোশাক তুলে দেব। কারণ সবারই কষ্ট হয়, আর্থিক স্বচ্ছলতা বিশেষ করে যাদের নেই তাদের হাতে অত্যন্ত জরুরি এই শীতের পোশাক তুলে দেওয়া। আজকে যাদের যাদের হাতে শীতের পোশাক তুলে দিলাম তাদের প্রত্যেককেই আমি জানাচ্ছি প্রয়োজন পড়লে আমাকে জানাবেন, কারণ এই শীতে গরম পোশাকে প্রচন্ড প্রয়োজন। আমার পক্ষ থেকে সব দরজায় সবার জন্য খোলা থাকলো, প্রয়োজন হলে আমি সবার সাথেই আছি এবং সবার পাশে আছি বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। তার সাথে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এম এমআইসি এবং কাউন্সিলররাও।