শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে মেয়রের বিশেষ বৈঠক টোটো আসোসিয়েসনের সাথে
শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে অনুষ্ঠিত হলো জরুরী বৈঠক করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান অবিলম্বে এই সমস্যা মেটানো দরকার। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ বৃন্দ, মহকুমা শাসক শিলিগুড়ি এবং এ ডি পি সি শিলিগুড়ি ট্রাফিক। এছারাও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি এবং পুরনিগমের আধিকারিকেরা। মেয়র জানান আমাদের শহরের প্রয়োজন এক সুলভ শহরকে তৈরী করা। যাতে বাইরে থেকে আসা মানুষেরা শিলিগুড়িকে নিজেদের শহর বলে পছন্দ করেন। আমি নিজে জানি শিলিগুড়ি এক অসাধারন জায়গা। পৃথিবীতে এই ধরনের জায়গা একেবারেই নেই বলা যায়। আমরা সেই শহরের নাগরিক তাই আমাদের দায়িত্ব এসে পড়ে এই শহরের জন্য কিছু করে দেওয়া। যাতে শিলিগুড়িকে একটি হাইটেক শহর বলতে পারি আমরা। এদিন মেয়র জানান প্রথমে অনুরোধ এবং তা না হলে কড়াভাবে দমন করতে হবে আমাদের, তবেই আমরা শিলিগুড়ির গর্ব তুলে ধরতে পারব। তার জন্য করতে হবে আমাদের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে পারেন একমাত্র সাধারন নাগরিকেরাই ।