শিলিগুড়ি পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডে চক্ষু পরীক্ষা শিবির “চোখের আলো” এবং চশমা বিতরন করা হল ওয়ার্ড উৎসব “উন্মীলন”-র বিশেষ অঙ্গ হিসেবে
শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “উন্মীলন”-র অঙ্গ হিসেবে চক্ষু পরীক্ষা শিবির “চোখের আলো” এবং চশমা বিতরন করা হল আজকে। আজ সকালে মেয়রের ওয়ার্ড তেত্রিশ নং এ এই শিবির শুরু হয়। মেয়র গৌতম দেবের এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন ওয়ার্ডের অনেক সাধারন মানুষ ছাড়াও বিভিন্ন ইষ্কুলের ছাত্রছাত্রীরা। মেয়র এসে দেখেন ঠিকভাবে পরিক্ষা শিবির হচ্ছে কি না। শিবির বেশ ভালোমতনই শুরু হয়েছে। আজকের দিনে চিকিৎসার খরচ এতটাই বেড়ে গেছে যে সাধারন মানুষ সমস্যায় পড়ে গেছেন। তাদের ওষুধ কেনা তো দুরের কথা টেষ্ট করাতে এত টাকা লাগে যেটা একেবারেই হিসাবের বাইরে। তাই যখনই আমাদের ওয়ার্ড উৎসব শুরু হল তখনই চিন্তা মাথায় এসেছিল যে এই সব মানুষদের জন্য কিছু ব্যাবস্থা করতে হবে ডাক্তার দেখানোর এবং চিকিৎসার জন্য। তাই ভালো লাগছে এত মানুষের কিছু সমাধান হল চিকিৎসার। আশাকরছি এবারে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন।