শিলিগুড়িতে এসে সাস্থ্য মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ঘুরলেন বাগডোগরা এবং মাটিগাড়াতে
শিলিগুড়ি : একশো দিনের কাজের টাকা এবং অন্যান্য দাবী নিয়ে রাজ্যের সাস্থ্যমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য্য এসে পৌছালেন শিলিগুড়িতে। তাকে স্বাগত জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এমনকি তিনি ঘুরে গেলেন বাগডোগরা এবং মাটিগাড়াতেও। চন্দ্রিমা ভট্টাচার্য্যকে মহিলারা ঘিরে নিয়ে জানান আমাদের কোন সমস্যা নেই কিন্তুু কেন্দ্রীয় সরকার আমাদের কোন দিকেই তাকিয়ে দেখছে না। আমাদের কাজ আমরা করে চলেছি কিন্তুু তার বিনিময়ে টাকা কোথায়। তাই আমরা আপনার কাছে এসেছি। সাস্থ্যমন্ত্রী এও জানান আমি এবং আমাদের সরকারের কাছে সব তথ্য গিয়ে পৌছিয়েছে তাই আমি নিজে দায়িত্ব নিয়ে চেষ্টা করব যাতে মানুষের কাছে সব সূযোগ এবং সুবিধা গিয়ে পৌছাতে পারে।
এদিকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান বিজেপী ধর্মের সুড়সুড়ি ছাড়া আর কিছুই দিতে পারল না দেশের মানুষকে । সাধারন মানুষের মাথায় টেনশনের বোঝা চাপিয়ে বিজেপী লোকসভা ভোটে জিততে চাইছে, কিন্তুু সেটা একেবারেই হবে না, মানুষ বিজেপীকে দেশ থেকে তাড়াবেই সেটা শুধুমাত্র সময় এর অপেক্ষা আপনারা একটু অপেক্ষা করুন সব দেখতে পারবেন।