শিলিগুড়িতে নানা জায়গাতে মকর সংক্রান্তি উপলক্ষ্যে পিঠা পুলি তৈরির আয়োজন
শিলিগুড়ি : গতকাল শিলিগুড়ির বিভিন্ন জায়গা জুড়ে চলে মকর সংক্রান্তি পালন। এদিন মূলত শিলিগুড়ির সব জায়গাতেই নজরে পড়ে পিঠা পুলি তৈরির বিশেষ আয়োজন। পৌষ সংক্রান্তির দিনে এদিন বাঙ্গালীর ঘরে ঘরেও চলে পিঠা পুলির আয়োজন। বাংলা এবং বাঙ্গালীর পুরাতন ঐতিহ্য মূলত এই পিঠে পুলি উৎসব। এদিন শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় আলাদা আলাদা করে চলে পিঠে পুলি উৎসবের আয়োজন। আজকে শুধুমাত্র শিলিগুড়ি নয় গোটা বাংলা জুড়েই চলছে পিঠা পুলির আয়োজন। সংক্রান্তির দিনে দান করা দরকার তাই শহরের বিভিন্ন এলাকায় দুস্থদের জন্য চলছে খাবার বিতরনের জোর পালাও । শিলিগুড়ির বিভিন্ন এলাকাজুড়ে পিঠে পুলির আয়োজন ছাড়াও চলছে বস্ত্রদান শিবিরের আয়োজন। বহু মানুষ এদিন বস্ত্রদান করে নিজেরা পুন্য অর্জন করছেন। প্রচণ্ড শীতে সকালে উঠে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে এদিন দিন শুরু করছেন অনেক মানুষজনও। এই দিনটিতে নিরামিষ খেয়ে ভগবানের কাছে প্রার্থনা করলে মনের আশা পূরন হবে এই আশায় এদিন অনেক মানুষ মন্দিরে ভীড়ও করেন। সকাল থেকেই এদিন শিলিগুড়ির বিভিন্ন মিষ্টির দোকান জুড়ে ব্যাপক ভীড়ও লক্ষ করা গেছে।