শিলিগুড়িতে সাস্থ্য পরিক্ষা শিবির পরিদর্শনে এলেন ডেপুটি মেয়র
শিলিগুড়ি : শিলিগুড়ির পনেরো নং ওয়ার্ডে এক সাস্থ্য পরিক্ষা শিবিরের পরিদর্শনে এলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন সকালে তিনি এই শিবিরের উদ্বোধন করেন। তিনি জানান শিলিগুড়ি পুরনিগম বারে বারে চেষ্টা করছে যাতে একেবারেই সাধারন নাগরিকদের জন্য বিনা অর্থে সাস্থ্য পরিক্ষা শিবিরের আয়োজন করা যায় । এই শিবিরে মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গের পরিক্ষা করা ছাড়াও বিভিন্ন নামী ডাক্তারের সাথে যোগাযোগ করানোর। যাতে একেবারে সামান্য অর্থে তাদের কাছে পরিষেবা পৌছে দেওয়া যায়। আজকে আমি চেষ্টা করছি এই ওয়ার্ড ছাড়াও একেবারেই অসহায় মানুষ যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তাদের জন্য বিনা অর্থে চিকিৎসার ব্যাবস্থা করে দেবার। এই শিবিরে সবাইকে আসতে অনুরোধ করছি।
এদিন ডেপুটি মেয়র এও জানান আমাদের এই শিবির সাধারন মানুষের জন্য। তাই সাধারন মানুষের সুবিধার জন্য আমাদের এই প্রচেষ্টা। সবাইকে আবেদন করছি আসুন এবং চিকিৎসা করান নিজেদের। এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির পনেরো নং ওয়ার্ড এর পুরুষ এবং মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।