শুধুমাত্র বৈসরন নয়, জঙ্গিদের নজরে ছিল আরও তিন জায়গা, এমনকি চলে টানা রেকিও!
বেস্ট কলকাতা নিউজ : পহেলগাঁও হত্যালীলার আতঙ্ক পিছু ছাড়ছে না গোটা দেশের। আতঙ্কের রেশ সাধারণের মনে। ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশের হাত থেকে ঘটনার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। বৈসরণে পৌঁছেও গিয়েছে এনআইএ। অন্যদিকে দিল্লিতে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক। এর মধ্যেই প্রকাশ্যে বিস্ফোরক তথ্য, ভয় জাগানোও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পহেলগাঁওয়ে শুধু বৈসরণ নয়, জঙ্গিদের নজরে ছিল আরও তিন জায়গা। বৈসরণের পাশাপাশি ওই তিন জায়গা ঘুরে দেখেও এসেছিল তারা।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তে নেমে ইতিমধ্যে বেশকয়েকজন স্থানীয়কে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, এই ভয়াবহ জঙ্গি হামলায় বেশ কয়েকজন স্থানীয় সাহায্য করেছেন ভিতর থেকে। অর্থাৎ তারা মূলত ওভার গ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করেছে। প্রায় জনা ২০ ওভার গ্রাউন্ড ওয়ার্কার রয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। তাদের মধ্যে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের লাগাতার জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও তিন জায়গায় হামলার পরিকল্পনার কথা, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর তেমনটাই। তদন্তকারী আধিকারিকদের মতে, জঙ্গিরা ১৫ এপ্রিল পৌঁছে গিয়েছিল পহেলগাঁওয়ে। বৈসরনের পাশাপাশি তারা হামলার পরিকল্পনা করেছিল আরও তিন জায়গায়। সম্ভাব্য নজর ছিল আরু উপত্যকা, অ্যামিউজমেন্ট পার্ক, বেতাব উপত্যকার উপর। তবে নিরাপত্তাজনিত কারণে ওই তিন জায়গায় হামলার পরিকল্পনা বাতিল করে তারা। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, অন্তত চারজন স্থানীয় নানাভাবে সাহায্য করেছে জঙ্গিদের। হামলার আগে ওই অঞ্চলে তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের হদিশ পাওয়া গিয়েছে বলেও খবর সূত্রের।