সকাল থেকে বাঁদরদের খাওয়ান পেশায় গৃহশিক্ষিকা চন্দনা ব্যানার্জি , জানান ওদের মধ্যেই ঈশ্বর থাকেন
শিলিগুড়ি : পশুপ্রেমিকদের সংখ্যা শিলিগুড়ি এবং সারা বাংলায় কম নেই, অন্যায় আবহাওয়া থেকে বর্তমানে অনেকেই কুকুরদের খাওয়ান। নিজের পকেটের থেকে টাকা খরচ করে পশু পাখিদের খাওয়ানো মানুষের সংখ্যা এই বাংলায় কম নয়। তার নাম চন্দনা ব্যানার্জি পেশায় গৃহশিক্ষিকা বিয়ের পর থেকেই পশু পাখিদের খাওয়াতে ভালোবাসেন। তিনি এও জানান আমি এক অদ্ভুত আনন্দ পাই ওদেরকে খাওয়াতে। সারা মাসের টাকা বাঁচিয়ে পশু পাখিদের জন্য খাবার কেনেন তিনি, এই কাজে তার পরিবার ও তার পাশে থাকে, স্বামী অজিত ব্যানার্জি তার স্ত্রীকে সব সময় সমর্থন করেন। চন্দনা ব্যানার্জি জানান তার সন্তানেরাও তার পাশে থাকে। এমনকি তার এই কাজে তাকে উৎসাহ যোগান তার বাবা ও প্রতিবেশীরা।
তিনি এও বলেন ,সব পশুর খাবারই আমার কাছে থাকে, এবং ভগবান তার জোগাড় করে দেন। যতদিন পারব এই কাজ আমি করে যাব।তিনি নিজের বাড়ির উঠোনে একটা বিশাল জায়গা নিয়ে পশুদের খাওয়ার ব্যবস্থা করেছেন। কে না আছে, কুকুর বাঁদর বিড়াল সবাই। তিনি জানান এদেরকে খাইয়ে আমার আশীর্বাদ। আমি ভালো থাকি আমার পরিবার ভালো থাকে। কারণ ওদের মধ্যে ভগবান থাকেন।