সকাল বেলায় সোনার দোকান থেকে গয়না নিয়ে চম্পট দিল চোর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করতে আসরে নামলো শিলিগুড়ি পুলিশ
শিলিগুড়ি : সকালবেলায় গয়নার দেখতে গিয়ে দোকানদারের অছিলায় গয়না নিয়ে চম্পট দিল এক চোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ির হিলকার্ড রোডে । জানা যায় ওই যুবক গয়না কেনার অছিলায় দোকানদারকে গয়না দেখাতে বলে। সেই গয়না দেখতে গিয়ে দোকানদারের চোখে ধুলো দিয়ে গয়না নিয়ে পালিয়ে যায় ওই যুবক । যদিও পিছনে ধাওয়া করলেও ওই যুবকের কোনো হদিস পাওয়া যায়নি বলেই জানিয়েছে ওই সোনার দোকানের মালিক। আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না নিয়ে পালায় ওই অভিযুক্ত যুবক । এমনকি এও মনে করা হয় দল বেঁধে ওই চুরি করা হয়েছিল বলেই । এদিকে পুলিশ এসে এদিন সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে তল্লাশি শুরু করে দেয়। এদিকে দোকান মালিক জানান সকালবেলায় এই ঘটনা ঘটে যাওয়ায় তারা কোন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে পুলিশ চোরের হদিশ পেতে এদিন জোর তল্লাশিও শুরু করে।
