সন্দেশখালি ব্যাপক লন্ডভন্ড হল মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে , তছনছ শতাধিক বাড়ি, আহত হল একাধিক
বেস্ট কলকাতা নিউজ : ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছিল আগেই । শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালি ৷ ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালির দু’টি গ্রাম। তছনছ হয়ে গিয়েছে পাথরঘাটা ও হুলোপাড়ার শতাধিক বাড়ি। শুধু বাড়িই নয়, ঝড়ের দাপটে বহু গাছপালা এবং চাষের জমির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। আচমকা কয়েক সেকেন্ডের এই ঝড়ে বিপাকে পড়েছে অসংখ্য পরিবার। সূত্রের খবর, বাড়ি ভেঙে আহতও হয়েছেন কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো।

বিজয়া দশমীর দুপুরে হঠাৎই প্রবল বেগে ঝড় বইতে শুরু করে সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এবং পাশের হুলোপাড়ার উপর দিয়ে। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু তছনছ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায়,”এই ঝড়ের দাপট ছিল কয়েক সেকেন্ড। ঝড়ের গতিবেগ এতটাই ছিল যে নিমেষে বহু বাড়ির টালির চাল ও অ্যাসবেস্টর ভেঙে উড়ে পড়ে কয়েক হাত দূরে। অসংখ্য গাছপালা এবং ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।”
ঝড়ের তাণ্ডবে ঘরের বহু গুরুত্বপূর্ণ আসবাবপত্রও নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে । এছাড়া ঝড়ের দাপটে বাড়ি ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দাও। এর মধ্যে তিন-চার জনের আঘাত গুরুতর বলেই খবর হাসপাতাল সূত্রে। তাঁদের সকলেরই চিকিৎসা চলছে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে ঝড়ের তাণ্ডব লীলার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কী ভাবে প্রবল বেগে ঝড় আছড়ে পড়েছে সন্দেশখালির এই দুটি গ্রামে।