সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ, সিনিয়র রেসিডেন্ট পদ ছাড়ার সিদ্ধান্ত চিকিৎসক অনিকেত মাহাতোর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকারের অধীনে আর কাজ করবেন না ৷ তাই এবার সিনিয়র রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো ৷ এর জন্য সরকারকে যে বিপুল জরিমানা দিতে হবে, তার জন্য সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করলেন তিনি ৷সাংবাদিকদের তাঁর এই সিদ্ধান্তের কথা জানান অনিকেত ৷ গতকাল তিনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে’র ট্রাস্টি বোর্ডের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ এর 48 ঘণ্টার মধ্যে পাল্টা চিঠি দিল জুনিয়র চিকিৎসকদের সংগঠন ৷ তারা অনিকেতের পদত্যাগের কড়া সমালোচনা করার পাশাপাশি আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছে ৷

সিনিয়র রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে অনিকেতের বক্তব্য, “আমার পোস্টিং রায়গঞ্জে করা হয়েছিল ৷ রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই ধরনের পদক্ষেপ করেছে ৷ হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায় এসেছে আমাকে আরজি কর হাসপাতালে পোস্টিং দিতে হবে ৷ এখনও আমি পোস্টিং পাইনি ৷ তাই আমার সিনিয়র রেসিডেনশিপ পদ থেকে পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছি ৷”

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ এই মামলায় অনিকেতকে অবিলম্বে আরজি কর হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয় ৷ এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ ৬ নভেম্বর সেখানেও সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে আদালত ৷ এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য ৷ দেশের শীর্ষ আদালত গত ১১ ডিসেম্বর অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালে পোস্টিংয়ের নির্দেশ দেয় ৷ এরপর দু’সপ্তাহ পেরিয়ে গেলেও চিকিৎসক অনিকেত মাহাতো আরজি কর হাসপাতালে পোস্টিং পাননি ৷ গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্য ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁরা অনিকেতের সঙ্গে দেখা করেননি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *