সিডনিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত হল ১২ জন, আহত আরো ২৯, তদন্তে নামলো অস্ট্রেলিয়ান প্রশাসন
নিজস্ব সংবাদদাতা : ১৪ই ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরে ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়ে এবং আহত হয় আরও ২৯ জন । জানা গেছে শহরের একটি জনবহুল এলাকায় এই ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটে, যার ফলে মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । তবে প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলেই অনুমান নিরাপত্তা সংস্থাগুলির। কিছু সূত্রের দাবি, হামলাকারীর সঙ্গে পাকিস্তানি বংশসূত্রের যোগ থাকতে পারে, যদিও এ বিষয়ে অস্ট্রেলিয়ার পুলিশের তরফ থেকে বা সরকারিভাবে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ঘটনার নেপথ্যে জঙ্গি যোগসূত্র রয়েছে কি না, তাও এদিন খতিয়ে দেখা হয় তদন্তকারী সংস্থার তরফ থেকে।


