সুন্দরবন পর্যটকশূন্য ছাড়পত্র মেলার পরেও , হতাশ হোটেল ব্যাবসায়ীরা
বেস্ট কলকাতা নিউজ : লকডাউন জারি থাকলেও রাজ্য সরকার সুন্দরবনে বেড়ানোর ছাড়পত্র দিয়েছে নির্দিষ্ট কিছু বিধি নিষেধ মেনে। কিন্তু কোনো রকম পর্যটকের দেখা নেই এখানকার পর্যটনস্থানগুলিতে। ফলে একরকম খানিকটা নিরাশ হোটেল মালিক থেকে শুরু করে ও রাজ্য বন দফতর।এমনকি বন দফতর পর্যটকদের ঘোরার ছাড়পত্র দিয়েছে সুন্দরবনে টাইগার রিজার্ভ প্রজেক্ট এলাকায় । এখন পর্যটকরা টাইগার প্রজেক্ট এলাকায় যেতে পারবেন ভাড়া করা বোট ও লঞ্চে চড়ে। তবে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে করোনার আবহের পরিপ্রেক্ষিতে। এর পাশাপাশি কতজন যেতে পারবেন লক্ষণরেখা টেনে দেওয়া হয়েছে সে ব্যাপারেও।
কিন্তু ছাড়পত্র দেওয়া হলেও একজনও পর্যটককেও দেখা যায়নি সুধন্যখালি, ঝড়খালি, পাখিরালায় ও বনি ক্যাম্পের কোথাও। হাতেগোনা দু-চারজন পর্যটক ছিলেন সজনেখালিতে। এদিনের পর্যটক সংখ্যা দেখার পর ব্যবসায়ীরা কোনো রকম ভাবে বুঝে উঠতে পারছেন না যে কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।