২১ শে জুন সূর্যগ্রহণের পরে কমবে ভারতে করোনা সংক্রমণ , মন্তব্য ভারতীয় বিজ্ঞানীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গোটা বিশ্ব করোনা ভাইরাস এর সঙ্গে লড়াই করছে প্রায় গত কয়েক মাস ধরেই। আমরা কেউ জানিনা শেষ পর্যন্ত কবে এই ভাইরাস আমাদের ছেড়ে যাবে। আমাদেরকে এই ভাইরাসের কাছে মাথা নত করতে হবে নাকি আমরা এই যুদ্ধে জিতব, আমাদের একেকটা দিন কাটছে এসব প্রশ্নেরই উত্তর খুঁজতে খুঁজতে। মাঝে মাঝে জনসাধারণ চেষ্টা করছে স্বাভাবিক হওয়ারও, কিন্তু প্রত্যেকেই একরকম বিধ্বস্ত মানসিকভাবেই । গৃহবন্দি জীবন কাটাতে কাটাতে আমরা প্রত্যেকেই থাকছি একটা বিরক্তিকর পরিবেশে।

সারা বিশ্ব যখন উঠে পড়ে লেগেছে এই ভাইরাস কে নির্মূল করার জন্য তখনই চেন্নাইয়ের এক বিজ্ঞানী ডঃ কে সুন্দর কৃষ্ণা জানিয়েছেন,পৃথিবীতে করোনা ভাইরাস এর উপদ্রব কমতে থাকবে আগামী সূর্যগ্রহণ এর দিন থেকেই। তার মতে এটি একটি মহাজাগতিক ঘটনা। গতবছর ২৬ শে ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ আর চিনে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়তে থাকে সেইদিন থেকেই। তার মতে সূর্য গ্রহণের পরে পৃথিবীতে বায়ুমণ্ডলের যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তন এর ফলেই জন্ম হয়েছে এই ভাইরাসের। আবার এই ভাইরাস বিদায় নেবে সূর্য গ্রহন হলেই । সূর্য গ্রহণের দিন নানান রকম পরিবর্তন ঘটবে বায়ু স্তরে। আর এই পরিবর্তিত বায়ুমন্ডলই বিনাশ সাধন সম্পন্নও করবে এই মরণ ভাইরাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *