সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫-এর বিজয়ী শিলিগুড়ির সুখৃতি পাল , নাচে সেরা হয়ে গর্ব বাড়ালেন উত্তরবঙ্গের!
শিলিগুড়ি : শিলিগুড়ির হায়দার পাড়ার ছোট্ট মেয়ে সুখৃতি পাল জিতে ইতিমধ্যে নিয়েছেন সনি টিভির জনপ্রিয় নৃত্য বাস্তবতা অনুষ্ঠান ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫’-এর বিজয়ীর মুকুট। তাঁর অনন্য প্রতিভা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ গর্বিত গোটা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ। এদিকে বিচারকদের মন জয় করে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সুখৃতি প্রমাণ করেছেন — স্বপ্ন, ইচ্ছে আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়।ছোট শহরের মেয়ে সুখৃতির এই জয় এখন গোটা বাংলার প্রেরণার উৎস।ওর বাবা মা জানান ওর ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল, আজকে ও সেই জায়গাতে পৌঁছে গেছে, ওর বাবা মা হিসাবে আমাদের এটাই তো একটা আলাদা অনুভূতি। ও মানুষের আশীর্বাদ পাবে, এবং আরো বড় হবে তাহলেই বুঝতে পারবো আমাদের স্বপ্ন সার্থক হয়েছে।
