সেনা জওয়ান এক ৮ মাসের শিশুর জীবন বাঁচালেন নিউ দিল্লি থেকে ডিব্রুগড় গামী রাজধানী এক্সপ্রেসে
নিজস্ব সংবাদদাতা : নিউ দিল্লি থেকে ডিব্রুগড় গামী রাজধানী এক্সপ্রেসে সেনা জওয়ান সিপাহি সুনীল এক ৮ মাসের শিশুর জীবন বাঁচালেন। ট্রেন চলার মাঝপথে হঠাৎ শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং তার মা অজ্ঞান হয়ে যান। সুনীল তাঁর সামরিক চিকিৎসা প্রশিক্ষণ ব্যবহার করে সিপিআর দেন এবং শিশুটির আবার শ্বাস ফেরে। তাঁর এই দ্রুত সিদ্ধান্ত ও সাহসী উদ্যোগে একটি দুঃখজনক ঘটনা নিমেষে বদলে গেল এক বাঁচার গল্পে।



 
							 
							