স্কুলের বেঞ্চের তুমুল বিবাদ গড়াল রাস্তায়, অবশেষে সাসপেন্ড হল ৮ ছাত্রী
ধূপগুড়ি : ধূপগুড়ি ব্লকের ডাউকিমারিতে নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বেঞ্চে বসা নিয়ে শুরু হওয়া ঝামেলা শেষ পর্যন্ত গড়াল প্রকাশ্য রাস্তায়। ইউনিফর্ম পরা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে একে অপরের চুল ধরে টানা-হেঁচড়া, লাথি ও ঘুসির মারামারিতে জড়িয়ে পড়ে ছাত্রীরা। এই দৃশ্য দেখে এদিন চরম হতবাক হয়ে যান পথচলতি সাধারণ মানুষও । ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে এদিন ঘটনার তদন্তে নেমে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত আটজন ছাত্রীকে সাত দিনের জন্য সাসপেন্ড করে। প্রধান শিক্ষক রামকৃষ্ণ রায় জানিয়েছেন, স্কুলের বাইরে ঘটলেও জড়িত ছাত্রীরা তাঁদেরই স্কুলের। ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন তিনি। কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটা নিয়ে অবাক এলাকার মানুষজনও।
