স্কুলের মিড-ডে মিল খাবার জঘন্য ও মুখে তোলার অযোগ্য, মুখে কুলুপ স্কুল কতৃপক্ষের
জলপাইগুড়ি : স্কুলের মিড-ডে মিল মুখে তোলার অযোগ্য। পানীয় জলের ট্যাঙ্কে হামেশাই পাওয়া যায় নানান পোকা-মাকড়। স্কুল চত্বর কোন কারণে নোংরা হলে পরিষ্কার করতে হয় খুদে পড়ুয়াদেরই। প্রায় প্রতিদিন এমন সমস্যা চোখের সামনে দেখতে দেখতে অবশেষে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মুখ খুললেন ক্ষুব্ধ অভিভাবকেরা। অভিযোগ জানালেন মালবাজার খাদ্য সরবরাহ দপ্তরে । তাঁরা ছুটে আসতেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন প্রধান শিক্ষিকা।

এদিকে অভিযোগ পাওয়া মাত্রই মালবাজার আর আর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে পরিবেশনের আগেই হাজির হন খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকেরা। তাঁদের দেখেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে অভিভাবকেরা। তাঁদের অভিযোগ মতোই সমগ্র স্কুল চত্বর ঘুরে দেখেন তাঁরা। সমস্ত সমস্যা খতিয়ে দেখেন। পাশাপাশি খুদে পড়ুয়ারাও অভিযোগ করে মিড-ডে মিল এবং প্রধান শিক্ষিকার বিষয়ে। সকলের অভিযোগ শুনে খাদ্য দপ্তরের আধিকারিকেরা কথা বলেন প্রধান শিক্ষিকার সঙ্গে। যদিও তিনি এদিন সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
অন্যদিকে, গোটা বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি। কবে থেকে চলছে এই জঘন্য খাবার পরিবেশন, তারও কোনো উত্তর দেননি স্কুল কর্তৃপক্ষ। তারা জানান এই ব্যাপারে তাদের কোন ভূমিকা থাকে না। তাদের যা করতে বলে দেওয়া হয় তারা তাই করেন। সংবাদ মাধ্যমের কাছে তারা এও জানান নির্দেশ অনুযায়ী কাজ করেন তারা।