“স্বাক্ষর আরাবল্লি পর্বতমালার মৃত্যু পরোয়ানায়”, মোদি সরকারের বিরুদ্ধে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে উদাসীনতার অভিযোগে ঠিক এভাবেই সরব হল সোনিয়া গান্ধী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা এখন মূলত বায়ু দূষণের কবলে। বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা আকাশ। সরকারের যাবতীয় আশ্বাস সত্ত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এব্যাপারে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরইমধ্যে এই ভয়াবহ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী। একইসঙ্গে মোদি সরকারের নীতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি। মোদি সরকারের বিরুদ্ধে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন তিনি। এই প্রসঙ্গেই আরাবল্লি পর্বতমালায় খনন নিয়ে সরকারি নীতির তীব্র সমালোচনা করেছেন সোনিয়া। একটি ইংরেজি দৈনিকে বুধবার প্রকাশিত নিবন্ধে তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে মোদি সরকারের স্বার্থান্বেষী মনোভাব দুর্নীতির চূড়ান্ত নিদর্শন। কার্যত আরাবল্লি পর্বতমালার ‘মৃত্যু পরোয়ানায় সই’ করে দিয়েছে সরকার।

আরাবল্লি পর্বতমাল্লার টিলাগুলিতে খনন কাজ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক জারি। সম্প্রতি আরাবল্লি পর্বতে খনিজ উত্তোলন নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর ওই রায়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশকে মান্যতা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পর্বতমালার ১০০ মিটারের কম উচ্চতার যে কোনও টিলায় খননকাজ চালানো যাবে। এনিয়েই সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। এবার আরাবল্লির সবুজে বুল়ডোজার চালানোর সরকারি নীতির কড়া নিন্দা করে ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন, গুজরাত থেকে রাজস্থান হয়ে হরিয়ানা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে আরাবল্লি পর্বতমালা। ভারতের ভূগোল ও ইতিহাসে এর ভূমিকা অপরিসীম। সোনিয়ার হুঁশিয়ারি, সরকারের নীতি অনুযায়ী ১০০ মিটারের কম উচ্চতায় খননে বাধা না থাকলে আগামীদিনে বড়সড় বিপদ দেখা দেবে। এই পর্বতমালার নব্বই শতাংশ অংশ ১০০ মিটারের নীচে। তাই সব শেষ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *