৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে , হেমন্ত সোরেন গ্রেফতার হলেন ঠিক কোন অপরাধে ? জানুন বিস্তর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

৬০০ কোটি জমি দুর্নীতির মামলায় ইডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন গ্রেফতারির আগেই । তাঁর অবর্তমানে মুখ্য়মন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। আজই আদালতে পেশ করা হবে হেমন্ত সোরেনকে। অন্যদিকে, গতকাল গ্রেফতারির পরই ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছেন তিনি। প্রশ্নটা হল, কী এমন অপরাধ করেছেন মুখ্য়মন্ত্রী, যার কারণে তাঁকে গ্রেফতার করা হল?

আরও জানা গিয়েছে, রাঁচীতে সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল প্রতিরক্ষা মন্ত্রকের জমি বিক্রি করে দেওয়া। অভিযোগ, রাঁচীতে ৭.১৬ একর জমি বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিতে জড়িত ১৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও নামও জড়ায় মূলত সেই দুর্নীতিতেই।

কীভাবে দুর্নীতি ফাঁস হল? জানা গিয়েছে, রাঁচীতে ভারতীয় সেনাবাহিনীর জমির জাল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হয়। ২০ কোটি টাকারও বেশি দামের জমি মাত্র ৭ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল, রাঁচী পুরসভার এক কালেক্টর থানায় গিয়ে এমনটাই অভিযোগ জানান। সেখান থেকেই তদন্ত শুরু হয়। তদন্তভার দেওয়া হয় ইডিকে। বেআইনিভাবে জমি বিক্রির তদন্তে নেমেই জমি মাফিয়া যোগ মেলে। একাধিক সরকারি আধিকারিকেরও নাম জড়ায়। সেই সূত্র ধরেই একের পর এক গ্রেফতারি করে ইডি। তদন্তে নাম উঠে আসে হেমন্ত সোরেনেরও।

ঠিক কি অভিযোগ রয়েছে হেমন্তের বিরুদ্ধে – এদিকে ইডির দাবি, জমি মাফিয়াদের কাছে সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। হেমন্ত সোরেন নিজেও বেনামে একাধিক জমি কিনেছেন এবং তাতে বেআইনি খাদান শুরু করেছেন। জমি কেনাবেচাকে ঘিরে ব্যাপক আর্থিক দুর্নীতিও হয়েছে। এতে সরাসরি যোগ রয়েছে হেমন্ত সোরেনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *