সৎ পথে উপার্জন করব, এই আশা নিয়েই সংসার চালিয়ে চলেছেন এই বয়সের কিছু মানুষ
নিজস্ব সংবাদদাতা : জিজ্ঞাসা করলে বলা হয়, কিছুই করার নেই পড়াশোনা করিনি, অর্থের অভাব বাড়ি থেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। সবকিছু মরে গেলেও সৎ পথে উপার্জন করে বাঁচার আকাঙ্ক্ষা কিন্তু মরেনি, তাই শরীর দেয় না , মন দেয় না সায় তবুও পথে ঘাটে বেরিয়ে পড়েন তারা। কোন চিন্তা না করেই, যদি টাকা পয়সা পাওয়া যায় জিনিস বিক্রি করে ওই আশাতেই। তবে আধুনিক সমাজ মানতে পারেনা তাদের এই আচরণ, বেশিরভাগ দিন ফলে নিরাশ হয়ে ঘরে যেতে হয় তাদের। রাতে ফিরে বিছানায় শুয়ে একটাই আশা তাদের, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আজ যা হল হল। তবে সত্যিই কি ঠিক হবে? বলবে ভবিষ্যৎ
এদিকে বয়স হয়ে গেছে, ” কিন্তু পেট তো তা মানবে না ” খিদে পাবে খাবার যোগাড় করতে হবে। এই আশাতেই সারা বছর ধরে বিভিন্ন পূজোর মণ্ডপে মন্ডপে, ঘুরে থাকেন অথবা ঘুরে বেড়ান, ৭০ থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধারা। সংসার আর চলেনা, আবার বয়সও তা মানে না , পেট তো জ্বালাতেই হবে , তাই বেরিয়ে পড়া অর্থের আশায়, কেউ ভাজেন পাপড়, কেউ বেচেন খেলনা, আবার কেউ বেচেন সবজি, এইভাবে সারাদিনে যা টাকা উপার্জন হয় কোনমতে সেই টাকা দিয়ে সংসারের গাড়ি চালিয়ে যান তারা,