‘হাসপাতালের ব্যবস্থা যথেষ্টই ভাল’, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার পন্থ
বেস্ট কলকাতা নিউজ : সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার পন্থ। এদিন সারাদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যস্ত কর্মসূচি পালন করার পর রাতের দিকে তিনি পৌঁছে যান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পায়ে হেঁটে হাসপাতালের চারপাশের পরিবেশ এবং বিভিন্ন ওয়ার্ডের অবস্থা খতিয়ে দেখেন তিনি।

তারপর দীর্ঘক্ষণ কথা বলেন কলেজের অধ্যক্ষ ডাঃ অমিত কুমার দাঁ, মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সহ অন্যান্য শীর্ষ স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে। হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘হাসপাতালের পরিবেশ খতিয়ে দেখার জন্যই আমার এখানে আসা আমি হাসপাতালে ভর্তি থাকা রোগী, ডাক্তার এবং নার্সিং স্টাফদের সঙ্গেও কথা বলেছি। এই হাসপাতালের ব্যবস্থা যথেষ্টই ভাল রয়েছে’।
মুখ্যসচিব এদিন আরও বলেন, ‘আমার নিজস্ব কিছু ‘অবজারভেশন’ রয়েছে। সেগুলো আমি হাসপাতালের অধ্যক্ষ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি। তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছি’। তিনি এও জানান, রাজ্য সরকারের উদ্দেশ্য আরও বেশি সংখ্যক মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়া। আমরা সেই প্রচেষ্টায় অনবরত কাজ করে চলেছি’। হাসপাতালে ঘুরে মুখ্যসচিব এও বলেন , ‘আমি এখানে কারও কাছ থেকে কোনওরকম অভিযোগ পাইনি। যারা নিরন্তর স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন তাদের আরও উৎসাহিত করা দরকার’।