‘হিন্দি রাজ শান্তিনিকতনে, ‘ধ্বংস করলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে’ হুঁশিয়ারি দিল বাংলাপক্ষ
বেস্ট কলকাতা নিউজ : হিন্দি সাম্রাজ্যবাদীরা ধ্বংস করছে বাঙালির গর্বের শান্তিনিকেতনকে। বাংলা ভাষা ক্রমশ বঞ্চিত বিশ্বভারতীর মাটিতে। এমনকি আজ আক্রান্ত রবি ঠাকুরের প্রাণের বিশ্বভারতীও। এমনটাই দাবী করছে বাংলা পক্ষ। বাঙালির শান্তিনিকেতনকে বাংলার হাতে ফিরিয়ে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। তাই তারা ফের পথে নামলেন। বাংলাপক্ষ আরও বলছে, এক সুচগ্র মেদিনী দেবে না বিনা লড়াইয়ে।এই লড়াই হবে এমনকি ইঞ্চিতে ইঞ্চিতে।
বাংলা পক্ষর সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, অমিত সেন, সহেলী চক্রবর্তী, আনোয়ার হোসেন প্রমুখ বিশিষ্টজনেরা। বাংলাপক্ষের সদস্য কৌশিক মাইতি আরও বলেন, ‘ বহিরাগত হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি শান্তিনিকেতনকে ধ্বংস করতে আসছে রবি ঠাকুরের মতো পোশাক পরে। বাঙালির গর্বের শান্তিনিকেতনকে বাঙালির শত্রুরা ধ্বংস করতে ইঞ্চিতে ইঞ্চিতে এলে লড়াই হবে।’
বাংলা পক্ষের আরও দাবি-
১. শান্তিনিকেতন বাংলার মাটিতে, তাই সবার উপরে বাংলা থাকতে হবে সব সাইনবোর্ডে।
২.বন্ধ করা চলবে না বাঙালির গর্বের পৌষ মেলা ও বসন্ত উত্স।
৩. হিন্দিতে প্রার্থনা সংগীত চলবে না
৪.স্থানীয়দের নিয়োগ করতে হবে ক্যাম্পাসে নিরাপত্তার ক্ষেত্রে, বহিরাগত CISF চলবে না।
৫. ক্যাম্পাসের মধ্যে বহিরাগত আগ্রাসন চলবে না এবং যৌন হেনস্থায় অভিযুক্ত এবং বীর সুভাষকে অপমানকারী উপাচার্যের শাস্তি চাই।
এদিন গর্গ চট্টোপাধ্যায় জানিয়েছেন , ‘ সামিল হোন বোলপুরের বাঙালি বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি হিসাবে বিশ্বভারতী বাঁচানোর লড়াইয়ে।’ কৌশিক মাইতির কথায়, ‘আগামীতে সংগঠন জোরালো হবে বীরভূম জেলা জুড়ে। বাংলা পক্ষ লড়বে এমনকি দেউচা- পাচামী কয়লা খনি এলাকায় সমস্ত চাকরি- ঠিকা কাজ- টেন্ডারে বাঙালি সহ সকল ভূমি সন্তানের সংরক্ষণের দাবিতে।’