হেরিটেজ তালিকার পুনর্মূল্যায়ন, সংযোজন-বিয়োজনের বিশেষ উদ্যোগ কলকাতা কর্পোরেশনের
বেস্ট কলকাতা নিউজ : স্মৃতিবিজড়িত কলকাতাজুড়ে হাজারেরও বেশি ঐতিহ্যবাহী বাড়ি এবং স্থাপত্য রয়েছে । ঐতিহ্যের তালিকায় সেই সমস্ত স্থাপত্যগুলিকে যে গ্রেড-এ রাখা হয়েছে, বেশ কিছুর ক্ষেত্রে সেই নিয়ে নানা প্রশ্ন উঠেছে প্রায়ই । বাম সরকারের আমলে তৈরি এই তালিকা দিয়েই কাজ চলছে এখনও ৷ বেশ কয়েক বছরের পুরনো সেই তালিকা এবার পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগম ৷
দীর্ঘদিন ধরে হেরিটেজের তালিকা পুনর্মূল্যায়ন না-হওয়ায় বাম আমলে তৈরি তালিকায় ত্রুটি থাকলেও সেই সমস্যা নিয়ে চলতে হচ্ছে । তবে এবার নতুনভাবে ঝেড়ে বেছে নেওয়া হবে শহরের ঐতিহ্যবাহী স্থাপত্যের তালিকা । সূত্রের খবর, নয়া তালিকা প্রস্তুতের জন্য কলকাতা কর্পোরেশনের তরফে শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি) বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া ৷

মূলত, তিনটি বিভাগে ভাগ করে ঐতিহ্য়বাহী স্থাপত্যের গুরুত্ব বিচার করে গ্রেড তৈরি করা হবে । কাঠামোগত ঐতিহ্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং পরিবেশগত ঐতিহ্য- তালিকা তৈরিতে এই তিনটি বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই প্রসঙ্গে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সঠিক প্রক্রিয়ায় হেরিটেজের তালিকা প্রস্তুতের জন্য রাজ্যের বিশেষ তিন প্রতিষ্ঠান- আইআইইএসটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়গপুরের সহায়তা নেওয়া হচ্ছে ৷”
ফিরহাদ হাকিম আরও জানান, বেশকিছু ক্ষেত্রে কোনও বিশিষ্ট ব্যক্তি কোথায় গিয়েছিলেন, কোথায় খেয়েছিলেন, এমন বেশকিছু জায়গাকে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । অথচ, সেই ভবন বা জায়গাটি হেরিটেজ তালিকাভুক্ত হওয়ার যোগ্যই নয় ৷ সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কলকাতার মেয়র ৷ রাজ্যের বিশিষ্ট তিন শিক্ষা প্রতিষ্ঠান যে প্রস্তাব দিয়েছে, সেগুলিকে একত্রিত করে আরও বিস্তারিতভাবে আইআইইএসটি-এর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি ৷