১২ ঘণ্টা টানা জটিল ব্রেন টিউমার সার্জারি, মায়ানমারের রোগীর প্রাণ বাঁচল শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : দুর্গোৎসবের আমেজের মধ্যেই চিকিৎসা ক্ষেত্রে এক বিরল সাফল্যের সাক্ষী থাকল শহর কলকাতা । আনন্দপুরের ফোর্টিস হাসপাতালের নিউরো সার্জারি বিভাগ সফলভাবে সম্পন্ন করল ১২ ঘণ্টা দীর্ঘ এক জটিল মস্তিষ্কের অস্ত্রোপচার বা brain tumor surgery । আর তাতেই প্রাণ বাঁচল মায়ানমারের ইয়াঙ্গুনের ৪০বছর বয়সি এক মহিলার ৷

কমলা লেবুর সমান টিউমার : হাসাপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্ক থেকে প্রায় একটি কমলা লেবুর সমান বড় টিউমার সম্পূর্ণরূপে বার করা হয়েছে । অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান চিকিৎসক জিআর বিজয় কুমার । চিকিৎসক দল জানিয়েছে, রোগীর টিউমারটি ছিল মস্তিষ্কের এমন এক জায়গায় যেটা করোটি শিরার গোড়ার কাছে । যার উপর দৃষ্টিশক্তি, ভারসাম্য এবং শরীরের চলাচল নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি নির্ভর করে । চিকিৎসা পরিভাষায় এই টিউমারকে বলা হয় ক্লিনয়ডাল মেনিনজিওমা, যা অত্যন্ত বিপজ্জনক এবং জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে । তবে এই টিউমারে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে না ৷
রোগীর উপসর্গ : হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ওই রোগী প্রবল মাথাব্যথা, দৃষ্টিশক্তি হ্রাস ও ভারসাম্য হারানোর সমস্যায় ভুগছিলেন । ভর্তি হওয়ার সময় তাঁর বাম চোখে দৃষ্টি সম্পূর্ণ চলে গিয়েছিল এবং শরীরের ডানদিকে দুর্বলতা দেখা দিয়েছিল । পরীক্ষায় ধরা পড়ে টিউমারটি দৃষ্টিস্নায়ু ও গুরুত্বপূর্ণ রক্তনালীর ওপর চাপ সৃষ্টি করছে ।