৩০০০ কর্মী ছাঁটাই হতে চলেছে মারুতি সুজুকিতে
বেস্ট কলকাতা নিউজ : অতিরিক্ত বাড়তি করের বোঝা আর গাড়ি বিক্রিতে ভাটার জেরে কোপ পড়েছে কর্মীদের উপর। তার জেরে মারুতি সুজুকি ছাঁটাই করেতে চলেছে তিন হাজার অস্থায়ী কর্মীকে । দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান আর সি ভার্গব সে কথাই জানালেন । পাশাপাশি তিনি আরও জানান, মারুতি সুজুকি ঘুরে দাঁড়াতে আপাতত জোর দিচ্ছে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস (সিএনজি) চালিত গাড়ি তৈরির উপর।
জুলাইয়ের করা সমীক্ষা জানিয়েছে, টানা ন’মাস ধরে গাড়ির বিক্রির পরিমান কমতে কমতে কার্যত এখন তলানিতে এসে ঠেকেছে। নানা অফার দেওয়ার পাশাপাশি গাড়ির দাম কমিয়েও বাড়ানো যাচ্ছে না গাড়ি বিক্রির পরিমান। বিশেষজ্ঞদের একাংশের অভিমত, সমগ্র বিশ্বেই মন্দা গতি চলছে অর্থনীতির ক্ষেত্রে। যার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও ।কমে গিয়েছে মানুষের ক্রয়ক্ষমতাও। যার ফল স্বরূপ ক্রেতারা ভোগ্যপণ্যের চেয়ে বেশি ঝুঁকছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিকেই৷ তার সঙ্গে যোগ হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির উপর সরকারের ‘সেফটি নর্মস’ বা নিরাপত্তার বিধিনিষেধ এবং অতিরিক্ত কর চাপানো।
এদিন বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান আরসি ভার্গব জানিয়েছেন, সেফটি নর্মস এবং উচ্চ হারে করের ধাক্কায় গাড়ি উৎপাদনের খরচ বেড়ে গিয়েছে। তাই ৩০০০ চুক্তিভিত্তিক
অস্থায়ী কর্মীদের চুক্তি পুনর্নবীকরণ করা যায়নি। তবে ওই কর্মীদের পাওনা গন্ডা কী ভাবে মেটানো হয়েছে কিংবা আদৌ কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না তা নিয়ে কোনও মন্তব্য করেননি ভার্গব।এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাখ্যা করে চেয়ারম্যান আরও জানান, এবার মারুতি সুজুকি জোর দিচ্ছে নতুন করে সিএনজি চালিত গাড়ি উৎপাদনের দিকেই । মারুতির সূত্রে জানা গিয়েছে, চলতি বছরেই অন্তত ৫০ শতাংশ সিএনজি চালিত গাড়ির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷