৩১৩ জন শিক্ষকের চাকরি ফেরানোর দাবিতে ডিভিশন বেঞ্চে গেলো GTA

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ৩১৩ জন শিক্ষকের চাকরি ফেরানোর দাবিতে ডিভিশন বেঞ্চে GTA । জানা গেছে যেকোনভাবে হোক চাকরি ফিরিয়ে দিতে হবে, তা নাহলে তারা আরো বড় আন্দোলনে নামবে। বিগত কয়েক দিন ধরে ৩১৩ জন শিক্ষকের চাকরি চলে যাওয়া নিয়ে পাহাড়ে গন্ডগোল ভালোভাবেই শুরু হয়েছে। কোনভাবেই পাহাড়বাসি মেনে নিতে পারছেন না তাদের ৩১৩ জন শিক্ষকের চাকরি চলে যাওয়া। তাদের বক্তব্য উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তবেই তাদের বরখাস্ত করতে হবে।

এদিকে পাহাড়ের মানুষ জানিয়েছেন এতদিন তারা চুপ করে ছিলেন , কিন্তু এখন তারা কোনভাবেই মেনে নিতে পারবেন না এই ধরনের ঘটনা। পাহাড়ের মানুষ পরিশ্রম করে চাকরি করে, কোনভাবেই অন্যায় ভাবে চাকরি পেতে চায় না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদের আবেদন ঠিক কতখানি গৃহীত হবে সেটা বলা মুশকিল, তবে এই লড়াই তাদের কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেটা একবার হলফ করে বলতে পারা যায়। এখন দেখা যাক, জল কোথায় গড়ায়। পাহাড়ের মানুষ বরাবরই প্রতিবাদে নিজেদের এগিয়ে রাখেন, এবার কি হতে পারে এটাই এখন দেখতে চান সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *