৪০ মিনিট পার, দেখা নেই কোনও মেট্রোর , অফিস টাইমে চরম দুর্ভোগে পড়লেন নিত্য যাত্রীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের ব্যস্ত সময়ে ঘটে গেলো চরম মেট্রো বিভ্রাট। সময় মতো চলল না মেট্রো। মূলত, সকাল নাগাদ মেট্রোর প্রত্যেকটি স্টেশনে থাকে যাত্রীদের ব্যাপক ভিড়। দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোর উপরই ভরসা রাখেন তাঁরা। কিন্তু জানা গেছে , ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও আজ দেখা মেলেনি কোনও মেট্রোর । যার জেরে এদিন চরম বিপাকে পড়ে নিত্য যাত্রীরা। আরো জানা গেছে , শহীদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বরের মাঝে এই মেট্রো বিভ্রাট ঘটেছে বলে।

জানা গেছে , শহিদ ক্ষুদিরাম থেকে টলিগঞ্জ অর্থাৎ মেইন লাইনে বিগত কয়েকদিন ধরেই বিপর্যস্ত রয়েছে পরিষেবা। আজও তার ব্যতিক্রম হল না। প্রায় চল্লিশ মিনিট ধরে কোনও মেট্রো চলছে না। অনেকক্ষণ ধরে যাত্রীরা টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। তাঁরা ক্ষোভ উগরে দেন। যাত্রীদের একাংশ বলছেন, শহিদ ক্ষুদিরামের দিকে কোনও মেট্রো ঘোষণা নেই। কোনও মেট্রো ঢুকছে না। তবে এই ঘটনা প্রথম নয়, সোমবারও শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। বিপাকে পড়েছিলেন যাত্রীরা। বৃহস্পতিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তবে প্রাথমিকভাবে অনুমান , মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বা মহানায়ক উত্তম কুমার থেকে নোয়াপাড়া হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত এক লাইনে রেক চালাতে গিয়ে এই সমস্যা হয়েছে । যে কারণে প্রথম দিনই সময় মত মেট্রো চালাতে না পেরে পরিস্থিতি চরম বিপর্যস্ত হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *