৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হল না কলকাতা পৌরনিগমে
- বেস্ট কলকাতা নিউজ : আজও ৪৫ ঊর্ধ্বরা করোনার টিকা পেলেন না কলকাতা পৌরনিগমে। জানা গিয়েছে ৪৫ বছরের উপরে শহরবাসীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শুরু করা সম্ভব হয়নি পর্যাপ্ত টিকার যোগান না-থাকায়৷ রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে আজ থেকে ৪৫বছর বয়সোর্ধ্বদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হওয়ার কথা ছিল কলকাতা পৌরনিগমে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বয়সের মানুষদের কোভিশিল্ড টিকা দেওয়া হবে বলেও । কিন্তু এ দিন শহরে এই কর্মসুচি শুরু হতে পারল না উপযুক্ত পরিকাঠামোর অভাবে।কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর এক সদস্য জানিয়েছে, আজ থেকে এই কর্মসুচি শুরু করা যায়নি পৌরনিগমের কাছে পর্যাপ্ত পরিমাণে টিকা না-থাকার কারণেই। টিকাকরণ শুরু করা হবে আগামিকাল থেকেই । এর জন্য হোয়াটসঅ্যাপে পরিকল্পনা নেওয়া হয়েছে টিকা বুকিং-এর জন্য।