৬০০ পর্যটক সিকিমে আটকে পড়েছে ব্রীজ ভাঙার কারনে
নিজস্ব সংবাদদাতা : সিকিমে ব্রীজ ভেঙে যাবার কারনে আটকে পড়েছে ৬০০ পর্যটক। উত্তর সিকিমের রাঙোনা নামক এলাকায় ব্রীজ ভেঙে যাওয়ার কারনে আটকে পড়ে গেছেন ছশো জন পর্যটক। তারা না পারছেন ফিরে যেতে না পারছেন আসতে। পরিস্থিতি এত ভয়ানক জায়গাতে পৌছে গেছে যে মানুষ একশো টাকা দিয়ে দশ টাকা দামের বিষ্কুট কিনছেন। নেই বিদ্যুৎ নেই জল, নেই খাবার চুড়ান্ত সমস্যা নিয়ে বসে আছেন পর্যটকেরা। যাদের অধিকাংশ বাঙ্গালী। একেবারে হতাশ হয়ে বসে আছেন তারা। টাকা পয়সা শেষ হয়ে যাবার কারনেও আর্থিক সমস্যায় পড়ে যাচ্ছেন তারা।
অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারনে উদ্বারকার্যে দেরী হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উদ্বারকারী দলের মুখ্য প্রধান। সিকিম থেকে দার্জিলিং যাবার রাস্তা এখনো ঠিক জায়গাতে পৌছাতে না পারার কারনে চুড়ান্ত সমস্যায় পড়ে গেছেন পর্যটকেরা। রাস্তার অবস্থা শোচনীয় হয়ে যাওয়ার কারনে গাড়িও আটকে পড়ে আছে উত্তর এবং দক্ষিন সিকিমে। অবস্থা ঠিক না হবার কারনে সরকারের তরফ থেকে পর্যটক দের সিকিমে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখনো বৃষ্টি পড়ছে সিকিমে তাই দুপুর আড়াইটের পরে আর উদ্বার করতে পারছে না সেনাবাহিনী। সময় পার হয়ে যাওয়ায় বহু পর্যটক বেশী টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বিকল্প রাস্তা দিয়ে যাবার ব্যাবস্থা করে নিচ্ছেন।