আমি রিকশা চালাতে পছন্দ করি, স্কুটি চালাতে পছন্দ করি: বলাগড়ের জনসভায় বললেন মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মাস দুয়েক আগে অভিনব প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী। হাজরা মোড় থেকে নবান্ন পর্যন্ত গিয়েছিলেন এমনকি ই-স্কুটিতে চেপেই। ফিরহাদ হাকিম চালাচ্ছিলেন সেই ই-স্কুটি, মুখ্যমন্ত্রী ছিলেন পিছনে বসে।কথা ছিল স্কুটিতেই ফিরবেন ফেরার সময়েও। কিন্তু নবান্ন থেকে বেরিয়েই দিদির ইচ্ছে হয় একটু স্কুটি চালাবেন তিনি।এমনকি চেষ্টাও করেন। দেখা গিয়েছিল দিদি ব্যালান্স রাখতে পারছেন না। একবার হেলে পড়েও যাচ্ছিলেন। নিরাপত্তারক্ষীরা তখনকার মতো বিষয়টি সামলে নেন। সে যাক! কিন্তু দিদি যে রিকশা চালাতে পছন্দ করেন কে তা জানত?

নিজেই এদিন জানালেন সেকথা। বলাগড়ে এদিন প্রচারে গিয়েছিলেন মমতা। দলিত সাহিত্য অ্যাকডেমির চেয়ারম্যান মনোরঞ্জন ব্যাপারীকে সেখানে এবার তিনি প্রার্থী করেছেন। একসময়ে মনোরঞ্জনবাবু রিকশা চালাতেন, রান্নার কাজও করতেন। সেসব কথা দিদি বলছিলেন সভার মাঝে। এর পরেই দিদি বলেন, ‘আমি শুনেছি উনি ( মনোরঞ্জন ব্যাপারী) ফাইল নমিনেশন করতে গেছেন নিজে রিকশা চালিয়ে! এটা কি ফ্যাক্ট?’ পাশ থেকে স্থানীয় নেতারা বলেন, ‘হ্যাঁ দিদি!’ এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ভেরি গুড। আমি নিজেও পছন্দ করি রিকশা চালাতে। আবার স্কুটি চালাতেও পছন্দ করি। আমি পছন্দ করি সব কিছু কাজ করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *