কলকাতায় ‘ভি’, সেরা নেটওয়ার্কের স্পিডের দাবী করলো জিও’র সঙ্গে টক্কর দিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা শহরবাসী এতদিন মেতে থেকেছে জিওর পরিষেবা নিয়ে। শুধু মাত্র শহর কলকাতাই নয় সারা দেশে বহু নামি দামী সংস্থায় ভাটা পড়েছে জিওর প্রবল ধাক্কায়। কোনও কোনও ক্ষেত্রে আবার সংস্থার ব্যাবসা বন্ধ হয়েছে পুরোপুরি ভাবে। জিওকে টেক্কা দেবে কি না এখনও পর্যন্ত জানা নেই তবে ভোডাফোন ও আইডিয়া একজোট হয়ে আসা মোবাইল নেটওয়ার্ক সংস্থা ‘ভিআই’ বা ‘ভি’ টক্কর দিতে চেষ্টা চালাচ্ছে জোর কদমে। তাঁরা আরও দাবী করছে এইই মুহূর্তে তাঁদের নেটওয়ার্ক ব্যাবহার করলে কলকাতায় পাওয়া যাবে দ্রুততম ৪জি ডাউনলোড-আপলোড স্পিডও।

প্রমান স্বরূপ সংস্থা সেপ্টেম্বর ২০২০-র ওপেনসিগনাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টকে সামনে রেখেছে। সংস্থার আরও দাবী , ‘জাতীয় স্তরে সবচেয়ে ভাল ৪জি পরিষেবা দেয় ভি, যেখানে গেমিং, ভিডিও দেখা এবং ডাউনলোড-আপলোডের গতি সর্বোচ্চ কণ্ঠস্বরের গুণমানের দিক থেকেও। ওপেনসিগনাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্ট, সেপ্টেম্বর ২০২০ বলছে এই ভি নেটওয়ার্কে কলকাতায় দ্রুততম ৪জি ডাউনলোড-আপলোড স্পিড এবং ভিডিও দেখার সেরা গতি পাওয়া যাবে। এই রিপোর্ট অনুযায়ী ভোডাফোন আর আইডিয়ার মার্জ হয়ে আসা টেলিকম ব্র্যান্ড ‘ভি’ ভারতেরও সেরা ৪জি নেটওয়ার্ক ডাউনলোড ও আপলোড স্পিড, গেমিং এর অভিজ্ঞতা, কণ্ঠস্বরের গুণমান এবং ভিডিও দেখার অভিজ্ঞতার দিক থেকেও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *