অত্যন্ত গুরুতর’ ‘সন্দীপদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, গভীর উষ্মা প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
বেস্ট কলকাতা নিউজ : আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সন্দীপ-সহ ৫ জনকে গ্রেফতার করেছে সিবিআই। একজন অধ্যক্ষের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগকে গুরুতর বলল হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “সন্দীপ ঘোষ-সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর।”
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
এদিন মামলার শুনানিতে আর্থিক দুর্নীতি নিয়ে উষ্মাও প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূরপ্রসারী প্রভাব আছে। এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে।” এই ধরনের মামলায় কেন দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা দরকার, তাও বলেন বিচারপতি। তিনি বলেন, “এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার সংগঠিত করতে পারলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে।”
অভিযুক্তদের দ্রুত অভিযোগমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত বলে তিনি মন্তব্য করেন। মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচী এও বলেন, “যদি কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, তাহলে দ্রুত তাঁর অভিযোগমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত।” সিবিআইএর নথি যাচাই করে নিম্ন আদালতে নিজেদের বক্তব্য জানাতে পারবেন অভিযুক্তরা।