অবশেষে উপাচার্য নিয়োগ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে, সুপ্রিম কোর্ট বাতলে দিল সেই উপায়
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটাতে এবার আসরে সুপ্রিম কোর্ট। সোমবার পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে চূড়ান্ত নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী তিন মাসের মধ্যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কীভাবে গোটা বিষয়টি পরিচালিত হবে তার জন্য কিছু উপায়ও বাতলে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে গিয়েছিল। এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে চূড়ান্ত মতানৈক্য তৈরি হয়। শেষমেশ বিষয়টির জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।