অবশেষে এনকাউন্টার, পুলিশের গুলিতে গুরুতর জখম হল যোগীরাজ্যে সাংবাদিক খুনে অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ রাত সাড়ে ১০ টা নাগাদ সিভিল লাইনস এলাকায় এক সাংবাদিককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিশালকে উদ্দেশ্য করে গুলি চালায় ৷ দুই পায়ে গুলি লাগে ৷ পরে তাকে গ্রেফতার করা হয়।অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) অজয় পাল শর্মা জানান, সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিংয়ের সঙ্গে (এলএন সিং) গত ২২ অক্টোবর কোনও বিষয় নিয়ে অভিযুক্তের সঙ্গে ঝগড়া হয় ৷ এই বিরোধ থেকেই খুনের পরিকল্পনা করে সে ৷ অভিযুক্ত সেদিনই মাছ বাজার থেকে একটি ছুরি কিনে আনে পরে সুযোগ পেয়ে খুন করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত অন্য সন্দেহভাজনকে খুঁজতে পুলিশের দল অভিযান চালায় । দুই সন্দেহভাজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানায় পুলিশ । অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন , “এই খুনের সঙ্গে জড়িতদের কোনওভাবেই ছাড়া হবে না। মৃতের পরিবারকে সম্ভাব্য সকল সাহায্য দেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, অভিযুক্তের খোঁজে পুলিশ ধুমানগঞ্জের নেহেরু পার্ক ঘেরাও করে। জানা গিয়েছে, পুলিশকে দেখে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা পুলিশ গুলি চালালে অভিযুক্ত বিশালের দুই পায়ে গুলি লাগে। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । পুলিশ সূত্রে খবর, সাংবাদিক এলএন সিং (৫০ ) ধুমানগঞ্জ থানা এলাকার অলকাপুরী কলোনিতে থাকতেন। তিনি বহু বছর ধরে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ এলএন সিং সিভিল লাইনস থানা এলাকায় খবর করতে যান ৷ সেই সময়ই দুই যুবক ছুরি নিয়ে ঘটনাস্থলে আসে এবং এলএন সিং-কে একাধিকবার ছুরির কোপ মারে হয় । গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সাংবাদিক হত্যার পর, অনেক আইনজীবী এবং সাংবাদিক ঘটনাস্থলে হাজির হন। শীর্ষ পুলিশকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন ৷

