অবশেষে কমল ক্যানসার সহ জীবনদায়ী ওষুধের দাম, অর্থমন্ত্রী নির্মলা সীতা রমনের বিরাট ঘোষণা চলতি বাজেটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কমতে চলেছে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম। ৩৬ টি ক্যানসারের ওষুধে শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকটি জীবনদায়ী রোগের ওষুধে প্রত্যাহার করা হল শুল্ক। শনিবার সংসদে নতুন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের সকল জেলায় মোট ২০০টি ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপনের ঘোষণা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য দেশজুড়ে রোগীদের জন্য ক্যান্সার চিকিৎসা এবং সহায়তার সুযোগ বৃদ্ধি করা, স্বাস্থ্যসেবা পরিষেবার একটি গুরুত্বপূর্ণ ব্যবধান পূরণ করা। ভারতে ক্রমবর্ধমান ক্যানসারের প্রকোপের পরিপ্রেক্ষিতেই এই ঘোষণা। ক্যানসারের গবেষকরা সম্প্রতি বলেছেন যে ভারতে স্তন ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে এবং এর অর্থনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, যার বার্ষিক বৃদ্ধি ৫.৬%।

এদিন বাজেট পেশের সময়ে নির্মলা সীতারমন বিশেষ করে গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করার উপর জোর দেন। এই কেন্দ্রগুলি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য যাতে ক্যানসারে আক্রান্ত রোগীদের সময়মত চিকিৎসা এবং যত্ন নিশ্চিত করা যায়। বর্তমানে ক্যানসারের চিকিত্‍সার জন্য মানুষকে দূরদূরান্তে মানুষকে ছুটতে হয়। এবার তা হতে চলেছে নিকটবর্তী।অর্থমন্ত্রী এদিন আরও জানান যে সরকার আরও ৩৬টি ওষুধের উপর মৌলিক শুল্ক অব্যাহতি দেবে। তিনি বলেন, “যারা ক্যানসার, দীর্ঘস্থায়ী বা অন্যান্য গুরুতর রোগে ভুগছেন; আমি ৩৬টি জীবনদায়ী ওষুধকে মৌলিক শুল্ক অব্যাহতিপ্রাপ্ত ওষুধের তালিকায় যুক্ত করার প্রস্তাব করছি।” এছাড়াও সারাদেশের মেডিক্যাল কলেজে সিট বাড়ানোর ঘোষণা করেন নির্মলা।

এদিন তিনি বলেন, আগামী বছর মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ১০,০০০ আসন যুক্ত করা হবে এবং আগামী ৫ বছরে ৭৫,০০০ আসন যুক্ত করা হবে। অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে, ৩ বছরের মধ্যে সমস্ত জেলায় সরকারি হাসপাতালে ২০০টি ক্যানসার ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে। তিনি আরও ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় গিগ কর্মীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। সীতারামন আরও ঘোষণা করেন যে, সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *